বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কুড়িগ্রামে ছয় দিনব্যাপী পুলিশের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে ছয় দিনব্যাপী পুলিশের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু

স্মার্ট বাংলাদেশের স্মার্ট পুলিশ গড়ার লক্ষ্যে ছয়দিনব্যাপী কুড়িগ্রামে পুলিশের দক্ষতা উন্নয়ন কোর্স প্রশিক্ষণ শুরু হয়েছে। বাংলাদেশ পুলিশের দক্ষতা উন্নয়ন কোর্সে ১০ম ব্যাচের পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও পূর্ব থেকে আরও বেগবান হয়ে নাগরিকের সেবা প্রদানের লক্ষ্যে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

শনিবার (৬ মে) সকালে কুড়িগ্রাম পুলিশ লাইন্স হলরুমে প্রশিক্ষণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম। 

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সাজ্জাদ হোসেন, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার একেএম ওহিদুন্নবীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার অভ্যন্তরীণ শৃঙ্খলা, দক্ষতা, পেশাদারিত্ব ও কল্যাণের নিমিত্তে বিভিন্ন প্রেরণা ও প্রেষণা প্রদান করেন। কোনো অপশক্তি যেন সরকারের অপ্রতিরোধ্য অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত না করতে পারে, সে লক্ষ্যে কাজ করাসহ প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত স্মার্ট বাংলাদেশের স্মার্ট পুলিশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

টিএইচ