সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

কুড়িগ্রামে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ আগস্ট) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। 

এসময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম-২ আসনের এমপি পনির উদ্দিন আহমেদ, কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, সিভিল সার্জন ডা. মো. মঞ্জুর এ মুর্শেদ, কুড়িগ্রাম পৌরমেয়র মো. কাজিউল ইসলাম, এনজিও ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ লাল, উপ পরিচালক মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর মোছা. জেবুন নেছা, প্রেস ক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।

সভায় প্রেস ক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ পুলিশের কার্যক্রমে সন্তষ্টি প্রকাশ করে ধন্যবাদ জানান এবং তরুণদের মোবাইল আসক্তি নিয়ে আরো কাজ করার আহ্বান জানান। 

আগামীর যে কোন চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ সুপার জাতির পিতার অসামপ্রদায়িক বাংলাদেশ, প্রধানমন্ত্রী সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে শুন্য সহনশীলতাসহ নারী নির্যাতন ও জমিজামা নিয়ে সিভিল বিষয়কে ফৌজদারি অপরাধে রূপান্তরের বিরুদ্ধে পুলিশের পাশাপাশি ঐক্যবদ্ধ সম্মিলিত সহযোগিতার অনুরোধ জানান। 

এছাড়াও  সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা সংক্রান্তে উপস্থিত সদস্যরা সন্তুষ্টি প্রকাশ করে জেলা প্রশাসন ও জেলা পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

টিএইচ