কুড়িগ্রামে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর কুড়িগ্রামের উদ্যোগে ২০২৩-২৪ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় নির্বাচিত জলাভূমি/বর্ষাপ্লাবিত ধানক্ষেত/প্লাবন ভূমি প্রতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্ত কার্যক্রম অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার কুড়িগ্রাম জেলা পরিষদ সদর ডাকবাংলো চত্বর পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ উদ্বোধন করেন, জেলা পরিষদ চেয়ারম্যন ও জেলা আ.লীগের সভাপতি (সাবেক এমপি) মো. জাফর আলী।
এসময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, ঢাকা মৎস্য অফিসের উপ-প্রধান মোজাম্মেল হক, রংপুর মৎস্য বিভাগের উপপরিচালক সাইফুদ্দিন ইয়াহিয়া, কুড়িগ্রাম সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ইশমত আরা, সদর সমাজসেবা অফিসার হাবিবুর রহমান প্রমুখ।
উল্লেখ্য পুকুরে বিশ কেজি রুই, কাতলা, মৃগাসহ বিভিন্ন জাতের দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।
টিএইচ