বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কুড়িগ্রামে জেলা পুলিশের উদ্যোগে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে জেলা পুলিশের উদ্যোগে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান

কুড়িগ্রামে অসহায় মানুষের মধ্যে দিনব্যাপী বিনামূল্যে চক্ষুসেবা প্রদান করা হয়েছে। রংপুর রেঞ্জের ডিআইজি মোহা. আব্দুল আলীম মাহমুদের দিকনির্দেশনায় কুড়িগ্রাম জেলা পুলিশের উদ্যোগে ও রংপুর দীপ আই কেয়ার ফাউন্ডেশনের সহযোগিতায় এ চক্ষু শিবিরের আয়োজনে করা হয়।

মঙ্গলবার (১৬ মে) কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাল্টিপারপাস ডিলসেডে চক্ষু রোগীদের চোখের পাওয়ার ও চোখে ছানি পড়া অপারেশনের জন্য দিনব্যাপী সেবা প্রদান করেছে।

এসময় চক্ষু শিবিরে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রুহুল আমীন,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সাজ্জাদ হোসেন, জেলা পুলিশের মেডিকেল অফিসার মো. আখতারুজ্জামান, রংপুর দীপ আই কেয়ার ফাউন্ডেশনের পরিচালক একেএম ফিরোজ আলম সাইফুল, লজিস্টিক অ্যান্ড হসপিটালিটি অফিসার মাসুক মেহবুব প্রমুখ।

চক্ষু শিবিরে জেলার বিভিন্ন উপজেলার ১৪৪ জন নাগরিকের চোখের চিকিৎসা সেবা প্রদান করা হয়। যার মধ্যে ৩২ জন চোখে ছানি পড়া রোগীকে রংপুর দীপ আই কেয়ার ফাউন্ডেশনে বিনামূল্যে অপারেশনের জন্য নিয়ে যাওয়া হয়েছে।

কুড়িগ্রামের জেলার প্রত্যন্ত অঞ্চলের সুবিধাভোগী নাগরিকরা বিনামূল্যে এই চিকিৎসা পেয়ে জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

টিএইচ