কুড়িগ্রামে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়ায় দলের চেয়ারপারসনসহ কেন্দ্রীয় নেতাদের অভিনন্দন জানিয়ে আন্দোলন মিছিল করেছে জেলা বিএনপি।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) জেলা বিএনপির আয়োজনে জেলা শহরের ঘোষপাড়া থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে কুড়িগ্রাম কলেজ মোড়স্ত এক সমাবেশে আহ্বায়ক কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন-কেন্দ্রীয় বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগাঠনিক সম্পাদক আব্দুল খালেক।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন-কুড়িগ্রাম জেলা বিএনপির নবাগত আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব এবং সদস্য সচিব আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ।
টিএইচ