কুড়িগ্রামে জেলা স্বাস্থ্য বিভাগের দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও অনিয়ম নিয়ে প্রেস ব্রিফিং করেছে জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুড়িগ্রাম। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ রোববার (৬ এপ্রিল) কুড়িগ্রাম জেলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসা ব্যবস্থার অনিয়ম, পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব ও চিকিৎসক এবং ওষুধ সংকটসহ নানা অনিয়ম, দুর্নীতি এবং সমস্যা হাসপাতালে গিয়ে সরেজমিনে পরিদর্শন করেন।
এরপর তিনি সেখানকার নানা অসংগতি নিয়ে হাসপাতালের তত্ত্বাবধায়কের সঙ্গে কথা বলেন। একই সঙ্গে তিনি এরপর জেলা সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে সেখানকার স্বাস্থ্যসেবার সার্বিক খোঁজ খবর নেন।
হাসপাতাল ও সিভিল সার্জন অফিস পরিদর্শন শেষে ড. আতিক মুজাহিদ সিভিল সার্জন কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং করেন।
তিনি বলেন, হাসপাতালে দালালরা যাতে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে প্রয়োজনে ছাত্রদের সেবক দল গঠন করে দালালমুক্ত করা হবে। চিকিৎসক সংকটসহ ওষুধ ও প্রয়োজনীয় অন্য সমস্যা নিয়ে খুব দ্রুত স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে দেখা করে সমাধান করার চেষ্টা করা হবে। নইলে সবাইকে নিয়ে আন্দোলনে যাওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ, সংগঠক আলমগীর, এনসিপির জেলা সংগঠক মুকুল মিয়াসহ ছাত্ররা।
টিএইচ