কুড়িগ্রামে পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সমপ্রসারণ’ শীর্ষক প্রকল্পের আওতায় চলতি ২০২৪-২০২৫ অর্থবছরে আশপাশ উৎপাদনকারী পাটচাষি প্রশিক্ষণ ও পাটবীজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) কুড়িগ্রাম সদর উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর কুড়িগ্রামের আয়োজনে পাটচাষি প্রশিক্ষণ ও পাটবীজ বিতরণের উদ্বোধন করেন সদর ইউএনও সাঈদা পারভীন।
এসময় বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল আউয়াল সরকার, কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আসাদুজ্জামান, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন কুড়িগ্রামের উপ-পরিচালক (টিসি) মিজানুর রহমান, কুড়িগ্রাম সদর উপজেলা কৃষি অফিসার নাহিদা আফরীন, কুড়িগ্রাম উপজেলার উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা খাদিজা খাতুন প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালায় কৃষকের অর্থকরী ফসল পাটের আঁশ এবং পাট বীজ উৎপাদনের জন্য পাটবীজ সংগ্রহ, জমি নির্বাচন, জমি তৈরি, বীজ বপন, আন্তপরিচর্যা, সার ও বালাইনাশক প্রয়োগ, রিবন রেটিং পদ্ধতি ও প্রচলিত পদ্ধতির উন্নত প্রয়োগ, পাটের গ্রেডিং সংরক্ষণ ও বাজারজাতকরণ পদ্ধতির বিভিন্ন দিক নির্দেশনা ও পরামর্শ প্রদান করা হয়।
প্রশিক্ষণ শেষে পাটচাষিদের মধ্যে পাটের তৈরি ব্যাগ, সার ও পাটবীজ বিতরণ করা হয়।
টিএইচ