‘এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই’ এই স্লোগান নিয়ে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে কুড়িগ্রামে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেল ৩ টায় কুড়িগ্রাম জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে জেলা স্টেডিয়াম মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম এর সাথে গ্রীন ভিলেজ স্পোর্টস ক্লাব এর প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।
প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
এ সময় কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহকারী পরিচালক রফিকুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়, ক্যাপ্টেন সাফায়েত রহমান, ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল ইসলাম, ভিশন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ শাহজালাল সবুজ, গ্রীন ভিলেজ ফাউন্ডেশন এর চেয়ারম্যান এম রশিদ আলী সহ অন্যান্য অতিথিবৃন্দ।
খেলায় গ্রীন ভিলেজ স্পোর্টস ক্লাবকে ৪- ০ গোলে পরাজিত করে কুড়িগ্রাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জয়লাভ করে ।
টিএইচ