বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কুড়িগ্রামে প্লাস্টিকের বর্জ্য জমা দিলেই মিলছে উপহার

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে প্লাস্টিকের বর্জ্য জমা দিলেই মিলছে উপহার

জলবায়ু পরিবর্তনের প্রভাব ও পরিবেশের ভারসাম্য রক্ষায় কুড়িগ্রামে প্লাস্টিকের বর্জ্য জমা দিলেই উপহার মিলছে গাছ ও বই। পরিবেশ দূষণরোধ ও পরিবেশের সৌন্দর্য রক্ষায় তিন দিনব্যাপী প্লাস্টিকের বিনিময়ে এ উদ্যোগ নিয়েছে একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফাইট আনটিল লাইট (ফুল)। 

শুক্রবার (৭ জুন) (সকালে শহরের কলেজ মোড় এলাকায় জনসচেতনতা সৃষ্টির জন্য ‘পরিত্যক্ত প্লাস্টিকের সামগ্রী জমা দিন গাছ ও বই উপহার নিন’ নামের এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির নির্বাহী পরিচালক মো. আব্দুল কাদের। এ সময় উপস্থিত ছিলেন -কুড়িগ্রাম সনাক সভাপতি, সাংবাদিক অ্যাড. আহসান হাবীব নীলু, সিনিয়র সাংবাদিক শফি খানসহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

ব্যবহূত প্লাস্টিক বর্জ্য জমা দিয়ে উপহার পাওয়া শিক্ষার্থী ও সাধারণ মানুষজন বলেন, প্লাস্টিকের বোতল যত্রতত্র পাওয়া যায়। এর বিনিময়ে যে বই ও গাছ উপহার পাব, তা কখনো ভাবিনি। অনেক ভালো লাগছে। এর মাধ্যমে আমরা সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশ তৈরিতে উৎসাহিত হচ্ছি।

ফাইট আনটিল লাইটের নির্বাহী পরিচালক মো. আব্দুল কাদের বলেন, রাস্তাঘাটে প্লাস্টিকসহ বিভিন্ন ধরনের বর্জ্য ফেলা হয়। এতে পরিবেশের সৌন্দর্য হানি ঘটছে। এসব বর্জ্য পরিষ্কারের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টি হচ্ছে। প্লাস্টিক বর্জ্য জমা দিলেই সবার হাতে বই ও গাছ উপহার তুলে দেয়া হচ্ছে। 

টিএইচ