ফিলিস্তিনে ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে দেশব্যাপী গণ আন্দোলনের অংশ হিসেবে কুড়িগ্রামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ ও প্রতীকী লাশ মিছিল করেছে।
শুক্রবার (১১ এপ্রিল) বাদ জুম্মা কুড়িগ্রাম সরকারি কলেজ গেট থেকে একটি বিশাল বিক্ষোভ প্রতিবাদ মিছিল বের হয়। ছাত্রশিবির বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঘোষপাড়ায় সিংহ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ মিলিত হয়।
অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক আরমান হোসেন, কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মুকুল হোসেন, সেক্রেটারি মোশাররফ হোসেন প্রমুখ। এ সময় বক্তারা বলেন, যুদ্ধের কোনো নিয়ম নীতি না মেনে ফিলিস্তিনে মুসলমান ভাইবোনদের উপর অন্যায়ভাবে বোমাবর্ষণ করে গণহত্যা চালাচ্ছে ইহুদি রাষ্ট্র ইসরাইল।
বিশ্বের মুসলিম জনতা এর প্রতিবাদ জানাচ্ছে। তেমনি বাংলাদেশের মতো মুসলিম প্রধান দেশের মানুষ হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এ ধরণের বর্বরোচিত হামলা ও নৃশংস গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অন্তবর্তীকালীন সরকারের নিকট ইহুদি রাষ্ট্র ইসরাইলের সব পণ্য বয়কটের ঘোষণা দিতে আবেদন জানান।
টিএইচ