কুড়িগ্রাম পল্লীসেবা যুব উন্নয়ন সংস্থার আয়োজনে তিন বছর মেয়াদি প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রকল্প ও ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) খলিলগঞ্জ এলাকায় আর কে রোড সংলগ্ন পল্লীসেবা যুব উন্নয়ন সংস্থা কার্যালয়ে এ ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি কুড়িগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. আলী আর রেজা।
উদ্বোধনী অনুষ্ঠানে পল্লীসেবা যুব উন্নয়ন সংস্থার পরিচালক মো. শহিদুল ইসলাম শিমুলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজারহাট উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুর রহমান রাজু, কুড়িগ্রাম সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা।
এ সময় সংস্থাটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে উপস্থিত সেবাগ্রহণকারীদের বিভিন্ন সেবা প্রদান করেন প্রকল্পের ডাক্তার ও সেবিকারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সরকারি হাসপাতালে অত্যন্ত রোগীর চাপ হয় যদি এরকম প্রকল্পের মাধ্যমে প্রাথমিক স্বাস্থসেবা দেয়া যায় তাহলে সরকারি হাসপাতালগুলোরও চাপ অনেকটা কমে যাবে এবং চিকিৎসা সেবার মান ভালো হবে। এছাড়াও তিনি যুব মহিলা-পুরুষদের যে কোন কর্মের পাশাপাশি বাড়িতে কৃষিসহ অন্য বাড়তি কাজে মনোনিবেশ হতে বলেন।
টিএইচ