বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কুড়িগ্রামে বন্যার্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে বন্যার্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ

কুড়িগ্রামে জেলা পরিষদের উদ্যোগে সদর উপজেলার পাঁচগাছি ও যাত্রাপুর ইউনিয়নে বোয়াইলপুরি চরে ৬শ পরিবারের মধ্যে প্যাকেজ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। 

সোমবার (৮ জুলাই) সদর উপজেলার আরাজি ভোগডাঙ্গায় ৩০০ পরিবার ও যাত্রাপুর ইউনিয়নের জুনকার চরে ৩০০ পরিবারের মধ্যে এই সহায়তা প্রদান করা হয়। এছাড়াও বিভিন্ন বন্যাকবলিত এলাকায় ৩ হাজার ত্রাণসামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে। 

ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল— চাল ৪ কেজি, আলু ১ কেজি, আধা কেজি ডাল, তেল, লবণ, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট।

এসময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান আ ন ম ওবাইদুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম, সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, জেলা আ.লীগের দপ্তর সম্পাদক মামুনুর রশীদ, যুবলীগের আহ্বায়ক অ্যাড. রুহুল আমীন দুলাল, জেলা আ.লীগের সদস্য শফিকুল ইসলাম সাকিব প্রমুখ।

 জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম বলেন, জেলা প্রশাসনের পাশাপাশি জেলা পরিষদও বন্যার্তদের খাদ্যসামগ্রী বিতরণ করছে। পর্যায়ক্রমে বন্যাকবলিত উপজেলাগুলোতে ত্রাণসামগ্রী দেয়া হবে।

জেলা পরিষদ চেয়ারম্যান আ ন ম ওবাইদুর রহমান জানান, বন্যায় চরাঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘবে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা হিসেবে কুড়িগ্রাম জেলা পরিষদের পক্ষ থেকে ৩ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী পর্যায়ক্রমে বিতরণ করা হচ্ছে। 

টিএইচ