কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে কলেজমোড়স্থ পৌর টাউন হলে কুড়িগ্রাম জেলা আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।
এরপরে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং অনুষ্ঠানে কমিটির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত পাঠ করে শোনান জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ।
প্রেস ব্রিফিংয়ে দুর্নীতি রোধে চারটি সেক্টরের বিষয়ে আগামী একমাস নজরদারিতে রাখবে বলে জানান তিনি।,
সেক্টরগুলো হলো- ১) শিক্ষা, ২) স্বাস্থ্য, ৩) মাদক ও ৪) বিভিন্ন সরকারি প্রশাসনিক দপ্তরে দুর্নীতি ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্য সচিব ফয়সাল আহমেদ সাগর বলেন, আজ আমরা সভায় মিডিয়া সেলের কমিটি তৈরিসহ ছোট ছোট টিম করে দায়িত্ব বণ্টন করেছি। যে যে প্রতিষ্ঠানে সমস্যা আছে বা দুর্নীতি আছে সেটা আমরা দেখবো। আপনারা আমাদেরকে সহায়তা করবেন। আমরা কুড়িগ্রামকে এগিয়ে নিয়ে যেতে চাই।
এ সময় উপস্থিত ছিলেন, মুখ্য সংগঠক সাদিকুর রহমান, জান্নাতুল তহুরা ত্বম্বী, যুগ্ম-আহবায়ক রাজ্য জ্যেতি, রাজিব পাটোয়ারি, হাসান জেহাদিসহ কমিটির সদস্যরা।
টিএইচ