বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কুড়িগ্রামে ব্যাংক কর্মকর্তা ও উদ্যোক্তাদের নিয়ে কর্মশালা

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে ব্যাংক কর্মকর্তা ও উদ্যোক্তাদের নিয়ে কর্মশালা

কুড়িগ্রামে অগ্রণী ব্যাংক পিএলসির (লিড ব্যাংক) আয়োজনে জেলার ব্যাংক কর্মকর্তা ও উদ্যোক্তাদের নিয়ে সিএমএস এমই ক্লাস্টার অর্থায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৫ জুন) কুড়িগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক, রংপুর অফিস রংপুর, মো. রুহুল আমিন।

কর্মশালায় অগ্রণী ব্যাংক পিএলসির রংপুর সার্কেলের মহাব্যবস্থাপক স্বপন কুমার ধরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সোনালী ব্যাংক মহাব্যবস্থাপক মো. আমিনুল ইসলাম, মহাব্যবস্থাপক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক মো. বাবর আলী, মহাব্যবস্থাপক রুপালী ব্যাংক তানভীর হাসনাইন। 

অনুষ্ঠানে ১৭টি ব্যাংকের কর্মকর্তা ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। কর্মশালায় জানানো হয় কুড়িগ্রামে ৪ হাজার ৯৫৮ জন গ্রাহকের মধ্যে ৮০৪ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে।

টিএইচ