বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১
The Daily Post

কুড়িগ্রামে সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণের সনদ বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণের সনদ বিতরণ

তথ্য ও সমপ্রচার মন্ত্রণালয়ের (পিআইবি) আয়োজনে কুড়িগ্রাম জেলার সাংবাদিকদের তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সনদ বিতরণ করা হয়েছে।

সোমবার (১৭ মার্চ) জেলা প্রশাসক কার্যালয়ের স্বপ্নকুঁড়ি মিলনায়তনে সাংবাদিকদের পিআইবির বুনিয়াদি প্রশিক্ষণের সমাপণী অনুষ্ঠানে সনদ বিতরণ করেন, প্রধান অতিথি কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

অনুষ্ঠানে কুড়িগ্রাম প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মাহফুজার রহমান খন্দকারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়, পিআইবির প্রশিক্ষক শাহ আলম সৈকত প্রমুখ। বুনিয়াদি প্রশিক্ষণে কুড়িগ্রামের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ৩৫ জন সাংবাদিককে সনদ বিতরণ করা হয়।  

টিএইচ