বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কুড়িগ্রামে স্কুল পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামে স্কুল পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বৃহস্পতিবার (২৪ নভেম্বর) কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাজিমখান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ডাংরারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন ও শ্রেণিকক্ষে শিক্ষকদের পাঠদান প্রত্যক্ষ করেন। তিনি শিশু শিক্ষার্থীদের শিখন দক্ষতা যাচাই করেন।

প্রতিমন্ত্রী বিদ্যালয়ের পরিবেশ, শিক্ষার্থীদের মেধা ও শিক্ষকদের আন্তরিকতায় সন্তোষ প্রকাশ করেন।

মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও সফল জাতিগঠনে প্রাথমিক শিক্ষা ভিত হিসেবে কাজ করে। তাই এ ভিত সুদৃঢ় করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

বিদ্যালয়গুলোর অবকাঠামো সমস্যার অচিরেই সমাধানের আশ্বাস দেন প্রতিমন্ত্রী।

কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহীদুল ইসলামসহ স্হানীয় শিক্ষা প্রশাসনের  কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।

টিএইচ