বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১
The Daily Post

কুড়িগ্রামে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা

কুড়িগ্রাম প্রতিনিধি  

কুড়িগ্রামে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা

আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস পালন এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০৯ মার্চ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এসএম কুদরত ই খুদা, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. নিজাম উদ্দিন এবং প্রেস ক্লাব ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খন্দকার মাহফুজার রহমান টিউটরসহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা।

প্রস্তুতি সভায় জেলা প্রশাসক নুসরাত সুলতানা জেলা ও উপজেলা পর্যায়ে নির্বাহী কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিবস দুটি যথাযথভাবে পালনে ভূমিকা রাখার আহ্বান জানান।

টিএইচ