শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
The Daily Post

কুড়িগ্রামে হানাদারমুক্ত দিবস পালিত

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে হানাদারমুক্ত দিবস পালিত

৬ ডিসেম্বর কুড়িগ্রাম হানাদারমুক্ত দিবস উপলক্ষে জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করেছে। 

বুধবার (৬ ডিসেম্বর) জেলা প্রশাসন বিজয় স্তম্ভ চত্বর থেকে মুক্তিযোদ্ধা সংসদ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট শহীদ মিনার চত্বর থেকে বিজয় র্যালি শহর প্রদক্ষিণ করে। 

পরে কলেজ মোড়স্থ স্বাধীনতার বিজয় স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, জেলা আ.লীগের সভাপতি মো. জাফর আলী, কুড়িগ্রাম পৌরমেয়র কাজিউল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, কুড়িগ্রাম প্রেস ক্লাব, মহিলা পরিষদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, উত্তরবঙ্গ যাদুঘরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এরপরে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। 

এসময় বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, পৌরমেয়র কাজিউল ইসলাম, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, বীর প্রতীক আব্দুল হাই সরকার, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের সাবেক কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, সাবেক উপজেলা কমান্ডার আব্দুল বাতেন প্রমুখ।

টিএইচ