বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কুড়িগ্রামের তাপমাত্রা নামল ১৫.৬ ডিগ্রিতে

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের তাপমাত্রা নামল ১৫.৬ ডিগ্রিতে

কুড়িগ্রামে বেড়েছে শীতের তীব্রতা। গত এক সপ্তাহ ধরে তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস থেকে ১৫.৬ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে।

রোববার সকাল ৭টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

দিনের বেলা তাপমাত্রা সহনীয় থাকলেও রাত ও সকালে শীতের তীব্রতা বাড়ে, বিশেষ করে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত। এ সময় ঘন কুয়াশায় ঢাকা পড়ে বিস্তীর্ণ এলাকা।

কুড়িগ্রাম আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানিয়েছেন, চলতি মাসের শেষে বা ডিসেম্বরের প্রথম সপ্তাহে হিমেল বাতাস প্রবাহিত হতে পারে, যা শীতের তীব্রতা আরও বাড়িয়ে দেবে।

টিএইচ