মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
The Daily Post

কুড়িগ্রামের প্রত্যান্ত চরাঞ্চলে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি 

কুড়িগ্রামের প্রত্যান্ত চরাঞ্চলে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

‘উষ্ণ ছোয়া জাগুক আশার সম্পর্ক হোক ভালোবাসার’ এই প্রতিপাদ্যে কুড়িগ্রামের প্রত্যান্ত চরাঞ্চলে ৩১০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রোববার (৫ জানুয়ারি) সন্ধানী ঢাকা মেডিকেল কলেজ ইউনিটির উদ্যোগে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের পার্বতীপুরের বিভিন্ন এলাকায় এসব কম্বল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল গফুর, সন্ধানী ঢাকা মেডিকেল কলেজ ইউনিটির সভাপতি ইসতিয়াক উদ্দিন মোহাম্মদ তাসকিন, সাধারণ সম্পাদক দীপ্ত নূর কল্লোল, কেন্দ্রীয় প্রতিনিধি আব্দুল্লাহ আল মারুফ, যুগ্ম সাধারণ সম্পাদক মো: আসিফ হোসেন চৌধুরী অয়ন, ঢাকা মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী আহসানুল আল হাসিব অয়ন, সদস্য মাহবুব মুর্শেদ বিন জাহিদ সিয়াম।

সন্ধানী ঢাকা মেডিকেল কলেজ ইউনিটির সভাপতি ইসতিয়াক উদ্দিন মোহাম্মদ তাসকিন বলেন, আজ আমরা ৩১০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলাম। শুধু শীত নয়, যে কোন প্রাকৃতিক দূর্যোগে আমাদের সংগঠন অসহায় মানুষের পাশে দাঁড়ায়।

টিএইচ