সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

কুয়াকাটার আবাসিক হোটেল থেকে পর্যটকের মরদেহ উদ্ধার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি 

কুয়াকাটার আবাসিক হোটেল থেকে পর্যটকের মরদেহ উদ্ধার

পর্যটন কেন্দ্র কুয়াকাটার আবাসিক হোটেল থেকে রিপন বিশ্বাস (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গত রোববার সকাল সাড়ে দশটায় সোনার বাংলা হোটেলের ১০৫ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত রিপন যশোর চৌগাছা থানার মাধব চন্দ্র বিশ্বাসের ছেলে। সে ঢাকার সাভারের আশুলিয়ায় বসবাস করেতেন এবং  পেশায় একজন গার্মেন্টস কর্মী বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রিপন শুক্রবার তার দ্বিতীয় স্ত্রী নুপুরকে নিয়ে কুয়াকাটায় ঘুরতে এসে আবাসিক হোটেল সোনার বাংলায় ওঠেন। রাতে তারা দু’জনেই ঘুমিয়ে পরেন। 

রোববার সকালে তার স্ত্রী ঘুম থেকে উঠে দেখতে পায় ওই কক্ষের জানালার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় রয়েছে। পরে হোটেল কর্তৃপক্ষ থানা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। 

মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

টিএইচ