বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কুয়াকাটার ভাঙন ঠেকাতে সৈকত রক্ষার কাজ চলছে

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি 

কুয়াকাটার ভাঙন ঠেকাতে সৈকত রক্ষার কাজ চলছে

সাগর কন্যা কুয়াকাটার ভাঙন রোধকল্পে দ্রুতগতিতে সৈকত রক্ষণাবেক্ষণের কাজ চলছে। সমপ্রতি সরকারি অর্থায়নে পানি উন্নয়ন বোর্ড এ কাজটি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। 

১ কোটি ৯৭ লাখ টাকায় ন্যাচারাল কন্সট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এ কাজটি পেয়েছে। সাগরের জিরো পয়েন্ট থেকে পূর্বে নয়শো ও পশ্চিমে দুইশো মোট ১১শ মিটার পর্যন্ত ২৩ হাজার জিও ব্যাগ ও টিউবের মাধ্যমে সাগরকূলে প্রটেকশন দেয়া হবে।

 বীচের পাড় ঘেষে জিও ব্যাগ দেয়াতে এবারের প্রটেকশন ব্যবস্থাটি দীর্ঘমেয়াদী হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। এদিকে, আগামী জুন পর্যন্ত সময়সীমা থাকলেও জরুরি প্রয়োজনে দ্রুত এ কাজটি সম্পন্ন করছে বলে জানিয়েছেন ঠিকাদার প্রতিষ্ঠান ন্যাচারাল কন্সট্রাকশন।

এবিষয়ে পানি উন্নয়ন বোর্ড কলাপাড়ার নির্বাহী প্রকৌশলী খালিদ বিন ওয়ালিদ বলেন, সাগরের অব্যাহত ঢেউয়ের ভাঙন থেকে কুয়াকাটার বীচকে রক্ষার জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে। সাগরকূলে জিও ব্যাগ দিয়ে চার লাইনের প্রটেকশন দেয়ায় বীচ সুরক্ষিত থাকবে বলে তিনি আশা করেন।

টিএইচ