সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

কুয়াকাটার সৈকতে ভেসে এলো অর্ধগলিত ডলফিন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কুয়াকাটার সৈকতে ভেসে এলো অর্ধগলিত ডলফিন

পর্যটন কেন্দ্র কুয়াকাটার সমুদ্র সৈকতে ভেসে এলো অর্ধগলিত একটি ডলফিন শুক্রবার (৫ মে) সৈকতের ট্যুরিজম পার্ক সংলগ্ন পয়েন্টে মৃত ডলফিনটি দেখতে পায় স্থানীয়রা। 

এটির দৈর্ঘ্য ৯ ফুট ও প্রস্থ ২ ফুট। ডলফিনটির শরীরের অধিকাংশ চামড়া উঠে গেছে। পরে তারা ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দেয়। তবে ঠিক কিভাবে এটি মারা গেছে তা নিশ্চিত করতে পারেনি কেউ।

ডলফিন রক্ষা কমিটির সদস্যরা জানান, ডলফিনটির লেজে এবং পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। তাদের ধারণা জেলেদের জালের আঘাতে এটি মারা যেতে পারে। অর্ধগলিত ডলফিনটি গত বৃহস্পতিবার রাতে জোয়ারে ট্যুরিজম পার্ক সংলগ্ন সৈকতে ভেসে আসে।

আন্তর্জাতিক গবেষণা সংস্থার ওয়ার্ল্ড ফিশ বাংলাদেশ, ইউএসআইডি ইকোফিশ-২ এর সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, আগেও বেশ কিছু মৃত ডলফিন কুয়াকাটার সৈকতে ভেসে এসেছে। এটি ইরাবতী প্রজাতির ডলফিন। সমুদ্রে জেলেদের জালে আটকা পড়ে, ট্রলিংয়ের সাথে ধাক্কা লেগে কিংবা বয়সের করণেও এটি মারা যেতে পারে বলে তিনি জানান।

মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম জানান, খবর পেয়ে ওখানকার বিট কর্মকর্তাকে মৃত ডলফিনটি মাটি চাপা দেয়ার জন্য বলা হয়েছে। তা না হলে দুর্গন্ধ ছড়াতে পারে।

টিএইচ