শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ

চৌগাছা (যশোর) প্রতিনিধি

কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ

যশোরের চৌগাছায় বিনামূল্যে উপশী রোপা আমন জাতের বীজ পাচ্ছেন ১৭৪০ জন কৃষক। সরকার চলতি মৌসুমে উন্নত জাত ও নতুন উদ্ভাবিত ধান চাষে উৎসাহিত করতেই কৃষকদের এ প্রণোদনা দেয়া হচ্ছে। সোমবার (২৪ জুন) উপজেলা কৃষি অফিসের হলরুমে এ বীজ বিতরণ করা হয়।

বীজ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা শাহা। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমান। 

উপজেলা কৃষি সস্প্রসারণ অফিসার মিজানুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসাইন, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান নাসিমা খানম, পৌর কাউন্সিলর গোলাম মোস্তফা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আমিরুল ইসলাম, সাইফুল ইসলাম, শামীম হোসেন প্রমুখ।

চৌগাছা উপজেলা কৃষি অফিসের অথ্য কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, ২০২৩-২৪ অর্থবছরে খরিপ-২ ২০২৪-২৫ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভায় ১৭৪০ জন কৃষকের মাঝে বিনামূল্যে  উপশী জাতের বীজ ও সার বিতরণ করা হয়েছে। কৃষকপ্রতি ৫ কেজি করে উপশী জাতের রোপা আমন ধানের বীজ, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি করে  মোট ১৭৪০ জন কৃষককে দেয়া হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসাইন বলেন, কৃষকদেরকে উন্নত জাত এবং নতুন নতুন উদ্ভাবিত জাতের ধান চাষে উৎসাহিত করতে প্রণোদনা কর্মসুচির আওতায় বিনামূল্যে এসব বীজ ও সার সহায়তা দিচ্ছে সরকার। যাতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা সহজেই স্বল্প সময়ে ও কমখরচে ধান উৎপাদন করতে পারেন।

টিএইচ