ঝালকাঠির নলছিটিতে কৃষি জমির মাটি কেটে ইটভাটায় ব্যবহার করার অপরাধে হাওলাদার ব্রিকস নামে একটি ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসাথে এসআরবি ব্রিকস নামে একটি ইটভাটার ড্রাম চিমনি ভেঙে দেওয়া হয় ও ফায়ার সার্ভিসের মাধ্যমে ইট বিনষ্ট করে ভাটাটি বন্ধ করে দেয়া হয়।
বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে উপজেলার দপদপিয়া ও সারদল এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। নলছিটির উপজেলা নির্বাহী কর্মকর্তা এ অভিযান পরিচালনা করেন। এ সময় ঝালকাঠি পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা, পরিদর্শক আমিনুল হক উপস্থিত ছিলেন।
ইউএনও মো. নজরুল ইসলাম বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
টিএইচ