যশোরের কেশবপুর মধ্যকুল এলাকায় রাস্তার উপর পৌরসভার বিভিন্ন স্থানের ময়লা-আবর্জনা সড়কের পাশ ঘেষে স্তুপ করে রাখা হচ্ছে। যা রাস্তার অর্ধেক অংশ রাস্তার উপর এসে পড়ায় ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, পৌরসভার ময়লা-আবর্জনা ওই স্থানে ফেলা হচ্ছে দীর্ঘ বছর যাবৎ। এর আগে ওই স্থানের পাশের একটি জমিতে ময়লা ফেলা হতো। সড়কের উপর আবর্জনা ফেলায় দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন চলাচলকারী মানুষ।
প্রতিদিন যশোর-চুকনগরের এ সড়কটি দিয়ে দূরপাল্লার যানবাহন, বাস, ট্রাক, মাইক্রো, ইজিবাইক, মোটরসাইকেল, ভ্যানসহ বিভিন্ন বাহন চলাচল করে থাকে। গুরুত্বপূর্ণ এ সড়কের ময়লা-আবর্জনা সড়ক থেকে দ্রুত অপসারণ না করলে দুর্ঘটনার শঙ্কাসহ দুর্গন্ধে মানুষের দুর্ভোগ বেড়ে যাবে।
কেশবপুর বাজারে প্রবেশ পথে সড়কের উপর এভাবে ময়লা-আবর্জনা ফেলায় দুর্গন্ধ বাতাসে ছড়িয়ে পড়েছে। রাস্তার প্রায় অর্ধেক পর্যন্ত ময়লা-আবর্জনার স্তুপে পরিণত হয়েছে। দুর্গন্ধের তীব্রতায় পায়ে হেঁটে চলাচল হয়ে পড়েছে দায়। ওই স্থান দিয়ে যাতায়াতের সময় প্রচন্ড দুর্গন্ধের কারণে নাক চেপে চলতে হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলমগীর বলেন, ময়লা-আবর্জনার পঁচা দুর্গন্ধ নাক দিয়ে মানুষের পাকস্থলীতে গিয়ে নানা ধরনের সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। এতে মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে।
টিএইচ