বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
The Daily Post

কেশবপুরে নারীকে মারপিঠ করে জখমের অভিযোগে মামলা

কেশবপুর (যশোর) প্রতিনিধি

কেশবপুরে নারীকে মারপিঠ করে জখমের অভিযোগে মামলা

যশোরের কেশবপুরে বিধবা চামেলী বেগমকে মারপিঠ করে রক্তাক্ত জখম করেছে শেখ খোরশেদ গং। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। যার নং ১৩। ঘটনার সাথে জড়িত দু’জনকে আটক করেছে থানা পুলিশ।

মামলা সূত্রে জানাগেছে, উপজেলার বড়েঙ্গা গ্রামের মৃত শেখ আব্দুল মাজদের স্ত্রীর সাথে একই গ্রামের শেখ খোরশেদ গংয়ের দীর্ঘ বছর যাবত জমি জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। 

এরই সূত্র ধরে ৯ জুলাই কেরামতের বাড়ির সামনে চামেলী বেগমকে একা পেয়ে আ. করিম, সাহাদাত, সাখাওয়াত, আসাদ, আকবার, আফজাল, কেরামত ও ইমন তাকে পথরোধ করে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। 

এর প্রতিবাদ করায় ওই ব্যক্তিরা চামেলী বেগমকে লোহার রড, বাঁশের লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে রক্তাক্ত জখম করে।  তার চিৎকারে শিমুলসহ প্রতিবেশিরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কেশবপুর হাসপাতালে ভর্তি করে। 

এ ঘটনায় তার ছেলে মোস্তাফিজুর রহমান বাদি হয়ে থানায় মামলা করেছেন। আটক শেখ কেরামত ও শেখ আসাদকে সোমবার (১৭ জুলাই) যশোর আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

টিএইচ