কোটচাঁদপুরে পিকাপ ভ্যানের ধাক্কায় স্কুল শিক্ষক মোটরসাইকেল আরোহী দাউদ হোসেনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুর-কালিগঞ্জ সড়কের তালেশ্বর নামক স্থানে। তিনি রাঙ্গিয়ার পোতা গ্রামের মৃত এলাহী মালিতার ছেলে।
জানা যায়, দাউদ হোসেন গতকাল বৃহস্পতিবার কালিগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কোটচাঁদপুর-কালিগঞ্জ সড়কের তালেশ্বর পৌঁছালে পিকাপ ভ্যানে ধাক্কা দেন ওই শিক্ষককে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাকে দেখে মৃত বলে ঘোষণা দেন।
তিনি কোটচাঁদপুর এলাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন। দাউদ হোসেন কোটচাঁদপুরের রাঙ্গিয়ার পোতা গ্রামের মৃত এলাহী মালিতার ছেলে।
কোটচাঁদপুর থানার এসআই হারুন বলেন, ঘটনাটি কালিগঞ্জ থানার ভিতর। তবে মৃতদেহ কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে। এ কারণে সুরতহাল করবেন আমাদের থানা পুলিশ। খবর পেয়ে থানার এসআই তবিবর রহমান ঘটনাস্থলে গেছেন।
টিএইচ