বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কোটালীপাড়া পৌরসভার বাজেট ঘোষণা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

কোটালীপাড়া পৌরসভার বাজেট ঘোষণা

গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুলাই) কোটালীপাড়া পৌর সম্মেলন কক্ষে এ বাজেট সভা অনুষ্ঠিত হয়। 

২০২৪-২৫ অর্থবছরের বাজেট পেশ করেন কোটালীপাড়া পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা। তিনি বলেন, এই প্রতিষ্ঠানকে সুচারুরূপে পরিচালনার জন্য আগামী বছরের আয় ব্যয়ের একটি পরিকল্পনা গ্রহণ করতে হয়। তাই ২০২৪-২৫ অর্থবছরের এ বাজেটে পৌরবাসীর ক্ষেত্রে কোন ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বরং উন্নয়ন কর্মকাণ্ড দিন দিন ব্যাপকহারে বৃদ্ধি পাবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাস্তবায়িত ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে কোটালীপাড়া পৌরসভা ও স্মার্ট পৌরসভা করাই আমাদের প্রধান লক্ষ্য। পৌরবাসীর উন্নয়ন অব্যাহত সাফল্য কামনা করে আমি কোটালীপাড়া পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের ৩২৩ কোটি ৫৩ লাখ ৫৭ হাজার ৪৭১ টাকার বাজেট ঘোষণা করছি।

এ সময় উপস্থিত ছিলেন, কোটালীপাড়া উপজেলা আ.লীগের সহ-সভাপতি মো. গোলাম কিবরিয়া দাড়িয়া, সাবেক অধ্যক্ষ প্রফেসর গৌরাঙ্গ লাল চৌধুরী, সাবেক অধ্যক্ষ প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা তৈয়াবুর রহমান সরদার, বীর মুক্তিযোদ্ধা মোদাসসের হোসেন ঠাকুর প্রমুখ। 

এছাড়াও কোটালীপাড়া পৌরসভার কাউন্সিলর মিজানুর রহমান মিজান, মো. ফিরোজ শেখ, মো. কামাল দাড়িয়া, জয়নাল আবেদীন, আশরাফুল ইসলাম ঝন্টুসহ কাউন্সিলর, টিএলসিসি সসদ্যরা, কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

টিএইচ