কেন্দ্রীয় বিএনপির নেতাকর্মী ও মাদারীপুর জেলা বিএনপির সব অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) জেলা বিএনপির কাউন্সিল প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়।
পবিত্র কুরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এ সময় কেন্দ্রীয় নেতা মাশুকুর রহমান সব নেতাকর্মীদের সতর্ক করে বলেন যে, কোন চাঁদাবাজদের বিএনপিতে রাখা হবে না।
কেন্দ্রীয় নেত্রী শামা ওবায়েদ বলেন, ত্যাগীদের দলে অগ্রাধিকার দেয়া হবে। আমরা আশা করি এবার একটু সুন্দর কমিটি মাদারীপুরে গঠন করা হবে। কেন্দ্রীয় নেতারা আরও বলেন কোন আ.লীগের দালালকে দলে রাখা হবে না।
অ্যাড. জাফর আলী মিয়ার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন ড. আসাদুজ্জামান রিপন (বিএনপির ভাইস চেয়ারম্যান) ও বিশেষ অতিথি শামা ওবায়েদ (সাংগঠনিক সম্পাদক বিএনপি, কেন্দ্রীয় নির্বাহী কমিটি), খন্দকার মাশুকুর রহমান (সহ-সাংগঠনিক সম্পাদক বিএনপি, কেন্দ্রীয় নির্বাহী কমিটি), সেলিমুজ্জামান সেলিম (সহ-সাংগঠনিক সম্পাদক বিএনপি, কেন্দ্রীয় নির্বাহী কমিটি), আনিসুর রহমান তালুকদার খোকন (সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক বিএনপি, কেন্দ্রীয় নির্বাহী কমিটি), হেলেন জেরিন (সহশিক্ষা বিষয়ক সম্পাদক বিএনপি, কেন্দ্রীয় নির্বাহী কমিটি),কাজী হুমায়ুন কবির (সদস্য বিএনপি, কেন্দ্রীয় নির্বাহী কমিটি)।
এসময়ে আরও উপস্থিত ছিলেন সোহরাব হসেন হাওলাদার (যুগ্ম আহ্বায়ক- বিএনপি, মাদারীপুর জেলা), সাজ্জাদ হসেন সিদ্দিকী চৌধুরী লাভলু, (যুগ্ম আহ্বায়ক- বিএনপি, মাদারীপুর জেলা), মামুন অর রশিদ বাবুল (যুগ্নআহবায়ক- বিএনপি, মাদারীপুর জেলা), জামিনুর হোসেন (যুগ্ম আহ্বায়ক- বিএনপি, মাদারীপুর জেলা), মিজানুর রহমান মুরাদ (যুগ্ম আহ্বায়ক- বিএনপি, মাদারীপুর জেলা)।
টিএইচ