মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১
The Daily Post

কোম্পানীগঞ্জে অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেপ্তার

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

কোম্পানীগঞ্জে অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেপ্তার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আবুল হোসেন বাহার নামে বিএনপির এক নেতাকে অস্ত্রসহ আটক করে যৌথবাহিনী। তিনি বসুরহাট পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে বসুরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চৌকিদার বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি ওই বাড়ির মৃত নূর মিয়ার ছেলে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আবুল হোসেন বাহারকে অস্ত্র-গুলিসহ আটক করা হয়েছে। পরে তাকে কোম্পানীগঞ্জ থানায় সোপর্দ করা হয়। আটকের সময় তার থেকে একটি পিস্তল, একটি একনলা বন্দুক ও একটি কার্তুজ জব্দ করা হয়েছে।

স্থানীয়রা জানান, আবুল হোসেন বাহারের ছেলে বাঁধন ৫ আগস্টের পর প্রবাসে পাড়ি জমান। তিনি দেশে থাকা অবস্থায়  নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাদের সঙ্গে চলাফেরা করতেন এবং অস্ত্র নিয়ে বিভিন্ন স্থানে মহড়া দিতেন। ছেলে বিদেশ যাওয়ার সময় সেই অস্ত্র বাবা আবুল হোসেন বাহারকে দিয়ে যান।

পরে বাহারও সেই অস্ত্র দিয়ে এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি করতেন। কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, পুলিশ বাদী হয়ে আবুল হোসেন বাহারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছে, আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।

টিএইচ