মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
The Daily Post

খাগড়াছড়িতে পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

খাগড়াছড়িতে পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ি জেলা পুলিশের আগস্ট মাসের মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার পুলিশ লাইন্স ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন নবাগত পুলিশ সুপার আরেফিন জুয়েল। কল্যাণ সভায় তিনি ফোর্সের বিভিন্ন কথা মনোযোগ দিয়ে শোনেন এবং ফোর্সের কল্যাণের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। 

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন অর্থ ও পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন, সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো. তফিকুল আলম, সহকারী পুলিশ সুপার সৈয়দ মুমিদ রায়হানসহ জেলার সব ইউনিটের ইনচার্জরা উপস্থিত ছিলেন।

অপরাধ পর্যালোচনা সভা শেষে নবাগত পুলিশ সুপার পুলিশ লাইন্স মেসে অফিসার ও ফোর্সদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।

টিএইচ