মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
The Daily Post

খাগড়াছড়িতে বিদেশি মদসহ তিনজন গ্রেপ্তার

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

খাগড়াছড়িতে বিদেশি মদসহ তিনজন গ্রেপ্তার

খাগড়াছড়ি জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমান ‘বিদেশি মদ’ পরিবহনকালে ১টি বালু বোঝাই ট্রাক্টরসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে খাগড়াছড়ি জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস অভিযানিক দল। 

শনিবার (৮ জুন) পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংকালে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম জানান, খাগড়াছড়ি সদর থানাধীন ১নং পৌর ওয়ার্ডে অনন্ত মাস্টার পাড়া  ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের সামনে খাগড়াছড়ি জেলা গোয়েন্দা শাখা জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী বিদেশি মদ বিক্রয়ের উদ্দেশ্যে একটি ট্রাক্টরে পরিবহন করে পানছড়ি থেকে খাগড়াছড়ি সদরের দিকে অগ্রসর হচ্ছে। 

পরে বিপুল পরিমাণে ‘বিদেশি মদ’ পরিবহনকালে ১টি বালু বোঝাই ট্রাক্টরসহ ৩ জনকে গ্রেপ্তার করে খাগড়াছড়ি জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস অভিযানিক দল।

বালু বোঝাই ট্রাক্টর তল্লাশিকালে গাড়িতে রক্ষিত বালুর ভিতর হতে ০৩টি সাদা প্লাস্টিকের বস্তায় ০৪টি কার্টুনের ভিতর রক্ষিত ১২টি করে ৪৮টি এবং একটি কার্টুনে ১১টিসহ সর্বমোট ৫৯টি বিদেশি মদের কাঁচের বোতল এবং প্রত্যেকটি বোতলের ওজন ৭৫০ মি.লি., ০২টি সাদা প্লাস্টিকের বস্তায় ০৩টি কার্টুনে ৩৬টি এবং একটি কার্টুনের ভিতর ১৩টিসহ সর্বমোট ৪৯টি বিদেশি মদের কাঁচের বোতল উদ্ধার করা হয়। 

খাগড়াছড়ি পুলিশ সুপার বলেন, জেলার অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি অক্ষুণ্ন রাখতে মাদক ও চোরা চালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণার পর থেকে জেলা পুলিশের সকল ইউনিট নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

টিএইচ