বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

খাগড়াছড়িতে যুবকের মরদেহ উদ্ধার

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

খাগড়াছড়িতে যুবকের মরদেহ উদ্ধার

খাগাড়ছড়িতে মো. মামুন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) খাগড়াছড়ি সদরের নিউজিল্যান্ড এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত মামুন খাগাড়ছড়ি পৌর শহরের মধ্য শালবাগান এলাকার বাসিন্দা মৃত নূর নবীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মামুন শালবাগান এলাকায় কাঠের ফার্নিচারের ব্যবসা করেন। গণপিটুনিতে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আব্দুল বাতেন মৃধা জানান, হাসপাতাল থেকে জানানো হয়েছে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ নিহত যুবকের সুরতহাল রিপোর্ট তৈরি করছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

টিএইচ