শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১
The Daily Post

খাগড়াছড়িতে সর্বজনীন পেনশন স্কিমে মাটিরাঙ্গা উপজেলা প্রথম

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

খাগড়াছড়িতে সর্বজনীন পেনশন স্কিমে মাটিরাঙ্গা উপজেলা প্রথম

‘সুখে ভরবে আগামীর দিন, পেনশন এখন সর্বজনীন’ এ স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলার মধ্যে পেনশন স্কিমে সর্বোচ্চ রেজিস্ট্রেশন মাটিরাঙ্গা উপজেলা প্রথম স্থান অর্জন করেছে।

সোমবার (২০ মে) মাটিরাঙ্গা ইউএনওর কার্যালয়ে সর্বজনীন পেনশন স্কিমের রেজিস্ট্রেশন সম্পন্ন করার সঙ্গে সঙ্গে সর্বজনীন পেনশন স্কিমের স্মার্ট কার্ড খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরণ জয় ত্রিপুরার হাতে তুলে দেন মাটিরাঙ্গা ইউএনও ডেজী চক্রবর্তী।

এ সময় মাটিরাঙ্গা উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ইশতিয়াক আহম্মেদ, মাটিরাঙ্গা উপজেলা সহকারী প্রোগ্রামার রাজীব রায় চৌধুরী উপস্থিত ছিলেন। 

খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলায় সর্বজনীন পেনশন স্কিমে মাটিরাঙ্গা উপজেলা ২ হাজার ২০ জন, মহালছড়ি ৭৬৪ জন, মানিকছড়ি ৫৪১ জন, রামগড় ৪৪৮ জন, খাগড়াছড়ি সদর ২৫১ জন, গুইমারা ১৭৮ জন, লক্ষ্মীছড়ি ১৭১ জন, দীঘিনালা ১৪১ জন, পানছড়ি ১৩৪ জন সর্বমোট ৪ হাজার ৬৪৮জন।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী বলেন, খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলার মধ্যে সর্বজনীন পেনশন স্কিমে মাটিরাঙ্গা উপজেলা প্রথম। এই অর্জন সম্ভব হয়েছে খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামানের সার্বিক দিক নির্দেশনায় ও ইউপি সচিব, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ও ইউনিয়ন পরিষদ উদ্যোক্তাদের আন্তরিকতায়।

টিএইচ