সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

খাগড়াছড়ির ইউপিডিএফ’র ডাকা সড়ক অবরোধ, সতর্ক অবস্থানে পুলিশ

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির ইউপিডিএফ’র ডাকা সড়ক অবরোধ, সতর্ক অবস্থানে পুলিশ

পাহাড়ের আঞ্চলিক সংগঠন শান্তিচুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ডাকে খাগড়াছড়ির পাঁচ উপজেলায় সড়ক অবরোধ চলছে। বুধবার (৫ এপ্রিল) ভোর থেকে অবরোধ শুরু হলেও কোথাও বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। 

নিরাপত্তায় বিভিন্ন সড়কে আইন-শৃঙ্খলা বাহিনী অবস্থান করছে। এদিকে অবরোধের ফলে পৌর শহরের সঙ্গে দূরপাল্লার সবধরনের যান চলাচল বন্ধ ছিল। এছাড়া জেলার আভ্যন্তরীণ সড়কেও যান চলাচল বন্ধ ছিল। 

তবে খাগড়াছড়ি পৌর শহর ও বিভিন্ন উপজেলায় অটোরিকশা এবং মোটরসাইকেলসহ ছোট যানবাহন চলাচল করতে দেখা গেছে। তবে ঢাকা থেকে ছেড়ে আসা নৈশকোচগুলো সকাল সাড়ে ৭টার দিকে পুলিশি পাহারায় খাগড়াছড়ি পৌঁছে দেয়া হয়েছে।

মাটিরাঙ্গা থানার ওসি মো. জাকারিয়া বলেন, যেকোনো ধরনের নাশকতা এড়াতে বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। অবরোধকে কেন্দ্র করে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। পুলিশি পাহারায় যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

টিএইচ