সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

খালেদা জিয়ার জন্য আসন রেখে খুলনা গণসমাবেশ শুরু

নিজস্ব প্রতিবেদক

খালেদা জিয়ার জন্য আসন রেখে খুলনা গণসমাবেশ শুরু

খালেদা জিয়ার জন্য আসন খালি রেখে খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে। শনিবার (২২ অক্টোবর) দুপুর ২টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়।

সমাবেশের প্রধান অতিথি হিসেবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঞ্চে আসন গ্রহণ করেন। এর পাশে একটি আসন খালি রাখা হয় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য। এটি প্রতিবাদ হিসেবে রাখা হয়।

বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, জ্বালানি তেল, চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, পুলিশ ও সন্ত্রাসীদের গুলিতে হত্যা, হামলা এবং মিথ্যা মামলার প্রতিবাদে বিএনপির এই বিভাগীয় সমাবেশ হচ্ছে।

সভা শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় নগরীর ফেরিঘাট এলাকার সোনালী ব্যাংক চত্ত্বর।

এর আগে সকাল থেকে ধানের শীষ ও জাতীয় পতাকা, দলীয় পতাকা ও নেতাকর্মীদের ছবি সংবলিত ব্যানার হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাঠে অবস্থান নেয় নেতাকর্মীরা।

টিএইচ