সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

খাস কালেকশনের নামে পুকুর চুরি অভিযোগ তদন্তে জেলা প্রশাসক

ময়মনসিংহ প্রতিনিধি

খাস কালেকশনের নামে পুকুর চুরি অভিযোগ তদন্তে জেলা প্রশাসক

কোটি টাকার উপরে রাজস্ব আদায়যোগ্য নেত্রকোনা জেলার সর্ববৃহৎ চিরাং বাজারে সরকারি নিয়ন্ত্রণে খাস কালেকশনের (টোল আদায়) নামে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমের টাকা আত্মসাতের পুকুর চুরির অভিযোগে উঠেছে। 

জেলা প্রশাসকের কাছে দেয়া অভিযোগে স্থানীয় বাট্টা গ্রামের মো. আবুল কাশেম জানায়, কেন্দুয়ার বিখ্যাত গরুর বাজারসহ সর্ববৃহৎ বাজার। গত বছর ১৪২৯ বাংলা সালে বাজারটির ইজারা দেয়া হয়েছিল ভ্যাটসহ ৯৮ লাখ টাকা। বর্তমানে এই বাজারটির ইজারা কোটি টাকার উপরে। 

কিন্তু চলতি ১৪৩০ বাংলা সালের বাজারটি ইজারা না দিয়ে স্থানীয় কিছু কুচক্রী মহলের আঁতাতের মাধ্যমে বাজারটি খাস কালেকশন শুরু করে। বাজারে ইউনিয়ন ভূমি কর্মকর্তা নামমাত্র উপস্থিত থাকলেও স্থানীয় সুবিধাভোগীেরাই অতিরিক্ত হারে বাজারে টোল আদায় করছে। 

এ নিয়ে বাজারের ব্যবসায়ীসহ সবার মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। গত তিন সপ্তাহে তিন হাট বাজারে এক লাখ ৬০ হাজার টাকা আদায় দেখিয়েছে। অথচ প্রতি বাজার দুই লাখ টাকার বেশি আদায় হয়েছে। বর্তমানে এই বাজার থেকে সরকার প্রচুর রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে। 

এ ব্যাপারে চিরাং বাজারের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান মিয়া জানান, ব্রিটিশ আমল থেকেই চিরাং বাজারটি একটি বিখ্যাত বাজার। বর্তমানে এই বাজারটির ইজারা কোটি টাকার বেশি। প্রথম বাজারেই ওরা আড়াই লাখ টাকার বেশি টোল আদায় করে। 

খাস কালেকশনের নামে ওরা যেভাবে আদায় করছে এভাবে আদায় করলে বছরে আদায় হবে প্রায় ২৮ লাখ টাকা। এতে বছরে সরকার রাজস্ব হারাবে ৮০ লাখ টাকার বেশি। এই বাজার থেকে টোল আদায়ের নামে পুকুর চুরি করা হচ্ছে।

বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান মিয়া জেলা প্রশাসককে জানান, তাকে দায়িত্ব দেয়া হলেও প্রতি সপ্তাহে বাজার থেকে দুই লাখ টাকা আদায় করে সরকারের ফান্ডে টোল করে দিতে পারবেন। 

এ ব্যাপারে নেত্রকোনা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ জানান, চিরাং বাজারে খাস কালেকশনে অনিয়মের ব্যাপারে একটি অভিযোগ তিনি পেয়েছেন। এ ব্যাপারে তদন্ত চলছে। 

বাজারে খাস কালেকশনের দুর্নীতির ব্যাপারে জানতে চাইলে কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল সোবাইলে, চিরাং বাজারে খাস কালেশন চলছে, খাস কালেশনে অনিয়ম ও দুর্নীতির ব্যাপারে আমার কোনো তথ্য জানা নেই।

টিএইচ