সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

খুলনা জেলা আইনজীবী সমিতির কমিটি বিলুপ্ত

খুলনা ব্যুরো

খুলনা জেলা আইনজীবী সমিতির কমিটি বিলুপ্ত

খুলনা জেলা আইনজীবী সমিতির কমিটি বিলুপ্ত করে ৫ সদস্যের এডহক কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার সমিতির ১নং হলরুমে সর্বদলীয় আইনজীবী ঐক্যপরিষদ ও সমিতির সকল সাধারণ আইনজীবীদের সমন্বয়ে এক তলবি সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

সমিতির সাবেক সভাপতি আব্দুল্লাহ হোসেন বাচ্চু সভাপতিত্বে ও অ্যাড. তৌহিদুর রহমান তুষারের পরিচালনায় অনুষ্ঠিত তলবি সভায় সর্বসম্মতিক্রমে বর্তমান স্বেচ্ছাচারী, দুর্নীতিপরায়ণ ও অনির্বাচিত কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করে ৫ সদস্যের এডহক কমিটি ঘোষণা করা হয়।

কমিটির আহ্বায়ক করা হয়েছে সমিতির সাবেক সভাপতি অ্যাড. আব্দুল্লাহ হোসেন বাচ্চু, সদস্য সচিব হয়েছেন সমিতির সাবেক সভাপতি অ্যাড. নুরুল হাসান রুবা, সদস্য তিনজন হলেন, সাবেক সভাপতি অ্যাড. মাসুদ হোসেন রনি, সাবেক সহ-সভাপতি অ্যাড. আওসাফুর রহমান ও সাবেক সহ-সভাপতি অ্যাড. হালিমা আক্তার খানম।

টিএইচ