সোমবার, ১০ মার্চ, ২০২৫
ঢাকা সোমবার, ১০ মার্চ, ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১
The Daily Post

গঙ্গাচড়ায় জামায়াতের মতবিনিময় ও ইফতার মাহফিল

গংগাচড়া (রংপুর) প্রতিনিধি

গঙ্গাচড়ায়  জামায়াতের মতবিনিময় ও ইফতার মাহফিল

রংপুরের গঙ্গাচড়ায় জামায়াতে ইসলামী উপজেলা শাখার আয়োজনে স্থানীয় সাংবাদিকদের সম্মানে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার গঙ্গাচড়া উপজেলা মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে  সাংবাদিক, রাজনীতিবিদ ও বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেন।

জামায়াতে ইসলামী, গঙ্গাচড়া উপজেলা শাখার আমির মাওলানা  নায়েবুজ্জামানের সভাপতিত্বে  প্রধান অতিথির বক্তব্যে রাখেন রংপুর- ১ গঙ্গাচড়া আসনের এমপি প্রার্থী রায়হান সিরাজী।

তিনি বলেন, সাংবাদিকতা সমাজের দর্পণ। একটি জাতির অগ্রগতি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তারা সমাজকে সঠিক পথে পরিচালিত করেন। রমজান মাসে আমাদের শুধু সংযম ও আত্মশুদ্ধির শিক্ষা দেয় না, বরং ন্যায় ও ইনসাফের পক্ষে দাঁড়ানোর শক্তিও জোগায়।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা, শিক্ষাবিদ ও রাজনৈতিক নেতারা অংশগ্রহণ করেন। মতবিনিময় সভা শেষে রমজানের ফজিলত ও গুরুত্ব নিয়ে আলোচনা করা হয় এবং পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোআ মোনাজাত করা হয়।

টিএইচ