বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

গজারিয়ায় আশ্রয়ণ প্রকল্পের ঘর থেকে তরুণীর মরদেহ উদ্ধার

পারভেজ (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

গজারিয়ায় আশ্রয়ণ প্রকল্পের ঘর থেকে তরুণীর মরদেহ উদ্ধার

গজারিয়া উপজেলার বড় রায়পাড়া আশ্রয়ণ প্রকল্পের ঘর থেকে ইতি আক্তার (১৭) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জুন) আশ্রয়ণ প্রকল্পের নিজ বাড়ির বসত ঘরের আঁড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

পরে দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। ইতি আক্তার মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বড় রায়পাড়া আশ্রয়ণ প্রকল্পের বসবাসরত সালাউদ্দিন মিয়ার মেয়ে।

গজারিয়া থানার এসআই মো. সেকান্দর মিয়া জানান, গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

টিএইচ