শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
The Daily Post

গজারিয়ায় দুই ব্যবসাপ্রতিষ্ঠানসহ একাধিক স্থানে জরিমানা

গজারিয়া প্রতিনিধি

গজারিয়ায় দুই ব্যবসাপ্রতিষ্ঠানসহ একাধিক স্থানে জরিমানা

গজারিয়ায় কয়লা পরিবেশের জন্য ক্ষতিকর অবস্থায় প্রদর্শন, মজুত, বিতরণ ও বাণিজ্যিক উদ্দেশ্যে পরিবহন করায় দুটি প্রতিষ্ঠানসহ এসএসসি পরীক্ষা চলাকালীন পরীক্ষার কেন্দ্রে অবৈধ প্রবেশ এবং ড্রাইভিং লাইসেন্স না থাকায় একাধিক স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় এক লাখ দুই হাজার টাকা জরিমানা করেছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

বুধবার (৩ মে) দুপুরে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের চর চাষি এলাকায় এই মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল মাহফুজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি এম রাসেদুল ইসলাম, মেঘনাঘাট, বিআইডব্লিউটির উপপরিচালক মো. শরিফ। 

জরিমানাকৃতরা হলেন— পরিবেশের জন্য ক্ষতিকর অবস্থায় প্রদর্শন, মজুত, বিতরণ ও বাণিজ্যিক উদ্দেশ্যে পরিবহন করার অপরাধে অপরাধী জমির উদ্দিন, ম্যানেজার, সাহারা এন্টারপ্রাইজের ম্যানেজার মো. জমির উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একি অপরাধে মোল্লাহ ট্রেডার্সের মালিক মো. মহিউদ্দিন মোল্লাকে ৫০ হাজার টাকা জরিমানাসহ পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার কেন্দ্রে অবৈধ প্রবেশ করার অপরাধের মমিন মোল্লাকে এক হাজার টাকা এবং সড়ক পরিবহন আইনে ড্রাইভিং লাইসেন্স না থাকায় শাহাদাত হোসেনকে এক হাজার টাকা জরিমানা করা হয়। 

মোবাইল কোর্ট পরিচালনার সময়  উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, নদীর তীরে কয়লা মজুত করে পরিবেশের ক্ষতি করছিল প্রতিষ্ঠানগুলো। এ জন্য অভিযুক্ত প্রতিষ্ঠানের মালিক, ম্যানেজারকে জরিমানা এক লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। 

এ ছাড়া কয়লা একটি দাহ্য পদার্থ, নিজে থেকেই এতে আগুন ধরে যেতে পারে। পরিবেশের দিক বিবেচনা করে মজুতকৃত কয়লা আগামী এক সপ্তাহের মধ্যে নদীর তীর থেকে অপসারণের নির্দেশ দেয়া হয়েছে।

টিএইচ