সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

গজারিয়ায় ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবির টহল

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

গজারিয়ায় ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবির টহল

বিএনপি-জামায়াত এবং সমমনা দলগুলোর ডাকা পঞ্চম দফার ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে টহল দিচ্ছে বিজিবি।

বাংলাদেশ বর্ডার গার্ড পক্ষ থেকে জানানো হয়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে ১৩  কিলোমিটার এই রাস্তায় ১ প্লাটুন বিজিবি টহল দিচ্ছে। এ ছাড়া পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে। গজারিয়া উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  জি,এম রাশেদুল ইসলামের নেতৃত্বে বিজিবি টহল দল মহাসড়ক ছাড়াও উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নিয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, অবরোধের মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পণ্য পরিবহন স্বাভাবিক রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মহাসড়কসহ গজারিয়ার বিভিন্ন স্থানে বিজিবি, র্যাব, পুলিশ, আনসার সদস্যের কয়েকটি টিম টহল দিচ্ছে।

বিজিবির পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাঠে রয়েছে র্যাব-১১ এর টহল দল। জেলা উপজেলা মহাসড়কজুড়ে তাদের টহল কার্যক্রম চালাবে।

টিএইচ