বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় তারুণ্যের অবদানের স্মরণে ছাত্র জনতার গণঅভুথ্যানে রাঙ্গামাটি পার্বত্য জেলার আহত ছাত্রদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) রাঙ্গামাটি জেলা পরিষদের ব্যবস্থাপনায়, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবনের সভাকক্ষে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্য নিয়ে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহতদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে চেক বিতরণ করা হয়। আলোচনা সভা শেষে অনুষ্ঠানে উপস্থিত থেকে সম্মাননা স্মারক ও চেক তুলে দেন জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।
পরিষদের নির্বাহী কর্মকর্তা নুরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য দেব প্রসাদ দেওয়ান, বরুন বিকাশ দেওয়ান, বৈশালী চাকমা, মো. হাবীব আজম, মিনহাজ মুরশীদ, লুৎফুন্নেসা বেগম, প্রনতি রঞ্জন খীসা, ড্যানিয়েল লাল মুয়ান সাং পাংখোয়া, প্রতুল চন্দ্র দেওয়ান, সাগরিকা রোয়াজা, নাইউ প্রু মারমা, রাঙাবী তঞ্চঙ্গ্যা, দয়াল দাশ, ক্যওসিংমং সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাঙামাটির নেতারা।
এ সময় তিন ক্যাটাগরিতে ৮ জন আহতের মাঝে আর্থিক সহায়তা হিসেবে চেক দেয়া হয়। সম্মাননা স্মারক প্রাপ্তরা হলেন, মো. আমান উল্লাহ, মো. ইমরান দুজনকে জনপ্রতি ১ লাখ টাকার চেক, মো. উসমান হারুন, মো. আবদুল হক, রাকিব হাসান তিনজনকে জনপ্রতি ৪০ হাজার টাকার চেক ও মো. কামরুল হাসান কাদের, নবাব শরীফ সজীব, আবদুল আহাদ তিন জনকে জনপ্রতি ৩০ হাজার টাকার চেক দেয়া হয়।
টিএইচ