শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
ঢাকা শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১
The Daily Post
ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসন

গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের সম্মানে প্রশংসনীয় উদ্যোগ

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ 

গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের সম্মানে প্রশংসনীয় উদ্যোগ

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গৌরবময় গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের সম্মানে ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসনের মানবিক উদ্যোগে ফ্রি মেডিকেল চেকআপ, ঈদ উপহার প্রদান এবং মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে।

শুক্রবার উপজেলা হলরুমে এ অনুষ্ঠানটি আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়।

শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদুল আহমেদের নেতৃত্বে আয়োজিত এ উদ্যোগটি এক হৃদয় ছোঁয়া মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন- ইউএনও মো. এরশাদুল আহমেদ।

তিনি বলেন, "এই দেশের প্রতিটি অর্জনের পেছনে শহীদদের ত্যাগ অনস্বীকার্য। আজ আমরা যাদের পাশে দাঁড়াতে পেরেছি, তারা আমাদের ইতিহাসের গর্ব। প্রশাসনের পক্ষ থেকে এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

তিনি আরও বলেন, "ঈশ্বরগঞ্জের মাটি যেমন বীরের জন্ম দিয়েছে, তেমনি আমরা বীরের উত্তরসূরিদের সম্মানে মাথা নত করি না, উঁচু করি শ্রদ্ধায়।"

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির সাবেক সাংসদ শাহ নূরুল কবির শাহিন, বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসানুর রহমান সজিব, সাংবাদিক রিপন, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা এবং বৈষম্যবিরোধী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

আয়োজনের অংশ হিসেবে আহত ও শহীদ পরিবারের সদস্যদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করেন উপজেলার চিকিৎসক দল।

পরে উপস্থিত সকলকে পরিবেশন করা হয় বিশেষ মধ্যাহ্নভোজ।

এই ব্যতিক্রমী আয়োজন স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা পেয়েছে। উপস্থিত অতিথিরা প্রশাসনের এই মানবিক উদ্যোগকে ইতিহাসের পাতায় স্মরণীয় করে রাখার দাবি জানান।

সত্যিকারের সম্মান তখনই অর্জিত হয়, যখন তা শুধুমাত্র কথায় নয়, কার্যক্রমেও প্রতিফলিত হয়– ঈশ্বরগঞ্জ প্রশাসন যেন তারই উজ্জ্বল দৃষ্টান্ত।

টিএইচ