শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১
The Daily Post

গণঅভ্যুত্থানে আহতদের পাশে রাঙামাটি ডিসি

রাঙামাটি প্রতিনিধি

গণঅভ্যুত্থানে আহতদের পাশে রাঙামাটি ডিসি

দেশব্যাপী জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ঘিরে ছাত্র-জনতার আন্দোলনের সময় মারাত্মকভাবে আহত পার্বত্য জেলা রাঙামাটির লংগদু উপজেলার চার শিক্ষার্থীকে বাড়িতে গিয়ে আর্থিক অনুদান প্রদান করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবীব উল্লাহ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক তার সফর সঙ্গীদের নিয়ে উপজেলার সদর ইউনিয়নের দুর্গম ঝর্ণাটিলায় পৌঁছলে এলাকার সাধারণ জনতা তাদের স্বাগত জানান। এ সময় জেলা প্রশাসক পেটে গুলি লেগে আহত শিক্ষার্থী ইমন ও তার পরিবারের খোঁজখবর নেন এবং সরকার আহতদের পাশে ছাঁয়া হয়ে থাকবেন বলে আশ্বস্ত করেন। তিনি সরকারি সহায়তা হিসেবে ইমনের হাতে নগদ আশি হাজার টাকা তুলে দেন।

একইদিনে ভিন্ন একটি অনুষ্ঠানে জেলা প্রশাসক চোখে আঘাত পেয়ে আহত শিক্ষার্থী আমান উল্লাহকে নগদ পঞ্চাশ হাজার, কামরুল ইসলাম কাদেরকে ত্রিশ হাজার ও ওসমান হারুনকে বিশ হাজার টাকার অনুদান প্রদান করেন।

অনুদান প্রদানকালে সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের উপ সচিব মো. মহিদুল হক পাটোয়ারী, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কফিল উদ্দিন মাহমুদ, জেলা পরিষদ সদস্য মিনহাজ মুরশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

টিএইচ