শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
The Daily Post

গফরগাঁও ৩০ বছর ছদ্মবেশে থাকার পর ডাকাত গ্রেপ্তার

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি 

গফরগাঁও ৩০ বছর ছদ্মবেশে থাকার পর ডাকাত গ্রেপ্তার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা পুলিশ গত মঙ্গলবার রাতে চট্টগ্রামের চান্দগাঁও এলাকা থেকে ৩০ বৎসর ছদ্মবেশে পালিয়ে থাকা সাজাপ্রাপ্ত ডাকাত আজিজুলকে (৫৭) গ্রেপ্তার করে। সে উপজেলার মশাখালী ইউনিয়নের বীরখারুয়া গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে। 

বুধবার (২১ জুন) আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেল হাজতে পাঠায় পুলিশ।

জানা যায়, ১৯৯৩ সাল থেকে ডাকাত আজিজুল দীর্ঘ ৩০ বছর পরিচয় গোপন করে ছদ্দনাম শাহজাহান ধারণ করে চট্টগ্রামে বসবাস করছিলো। ২০১৬ সালে ডাকাতি মামলায় তাকে ১১ বছরের কারাদণ্ড দেয় আদালত। 

মামলা হওয়ার পর থেকেই সে পালিয়ে বেড়াচ্ছিলো। চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এলাকায় পুলিশ তার অবস্থান নিশ্চিত হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পাগলা থানার ওসি রাজু আহাম্মদ গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন।

টিএইচ