রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

গফরগাঁওয়ে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি 

গফরগাঁওয়ে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

ময়মনসিংহের গফরগাঁওয়ে সমবয়সীদের সঙ্গে ব্রহ্মপুত্র নদে ডুব দিয়ে সাঁতার খেলতে গিয়ে মাছুম বিল্লাহ (১২) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। 

শুক্রবার (২৮ জুন)  উপজেলার চরআলগী ইউনিয়নের নিধিয়ার চড় ভাটিপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। নিহত মাছুম বিল্লাহ ওই এলাকার ছাইদুল ইসলামের ছেলে ও স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থী।

জানা যায়, মাছুম বিল্লাহ কয়েকজন সমবয়সীদের সঙ্গে সকালে চরআলগী ইউনিয়নের নিধিয়ার চড় ভাটিপাড়া এলাকায় ব্রহ্মপুত্র নদে ডুব সাতার খেলছিলো। একপর্যায়ে সে ডুব দিয়ে পানিতে নিখোঁজ হয়। সমবয়সীরা দীর্ঘসময় তার কোন সারা-শব্দ না পেয়ে বাড়িতে গিয়ে স্বজনদের খবর দেয়। 

পরে খবর পেয়ে স্বজনরা এসে তাঁর লাশ দীর্ঘ এক ঘণ্টা খোঁজাখুজির পর পানি থেকে উদ্ধার করে।

টিএইচ