শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

গফরগাঁওয়ে শিক্ষার্থীদের মধ্যে ট্যাব বিতরণ

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি 

গফরগাঁওয়ে শিক্ষার্থীদের মধ্যে ট্যাব বিতরণ

ময়মনসিংহের গফরগাঁওয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রীর উপহার ট্যাব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল এমপি। 

বৃহস্পতিবার (১৮ মে) সকালে উপজেলা পরিষদ হলরুমে প্রথমপর্যায়ে উপজেলার ৬১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯ম ও ১০ম শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ৩৬৬ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে এ ট্যাব বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পাগলা থানার ওসি রাজু আহমেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নাজামুল হক ঢালী। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ফাহমী গোলন্দাজ বাবেল বলেন, জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশের রূপ দিয়েছে। এখন তিনি স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করছেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর উপহার ট্যাব সহায়ক ভূমিকা রাখবে। 

টিএইচ