নড়াইলের লোহাগড়ায় এক গরু ব্যবসায়ীকে অপহরণ করে শিকল দিয়ে বেঁধে ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অপহূত গরু ব্যবসায়ীর স্ত্রী নাছরিন খানম লোহাগড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার টোনারচর গ্রামের গরু ব্যবসায়ী লাবলু মোল্যা গত শুক্রবার নড়াইলের মাইজপাড়া গরুহাট থেকে তিনটি গরু বিক্রি করে বাড়ি ফেরার পথে সন্ধ্যায় লোহাগড়ার কালিনগর গ্রামের মন্দিরের কাছে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা অপহরণকারী লোহাগড়া উপজেলার চরবালিদিয়া গ্রামের বাবুল মুসল্লি, পাইলট মুসল্লি, সেলিম মুসল্লিসহ অপরিচিত আরও ৩/৪ জন লাবলু মোল্যাকে ঘিরে ফেলে অপহরণ করে তার কাছে থাকা গরু বিক্রির টাকা নিয়ে যায়। পরে অপহরণকারীরা গরু ব্যবসায়ীকে পাইলট মুসল্লির বাড়িতে আটক করে মুক্তিপন দাবি করে।
খবর পেয়ে শনিবার (১১ জানুয়ারি) গরু ব্যবসায়ীর স্ত্রী নাছরিন খানম ও তার ভাই এরশাদ মোল্যা ঘটনাস্থলে গেলে তাদের কাছে মুক্তিপণের টাকা চেয়ে হুমকি ধামকি ও ভয়ভীতি দেখায়।
এ ঘটনায় নাছরিন খানম বাদী হয়ে লোহাগড়া থানায় অভিযোগ দিলে উদ্ধারকারী পুলিশ কর্মকর্তা নলদী ফাঁড়ির এসআই মুরছালিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ ব্যাপারে লোহাগড়া থানার ওসি আশিকুর রহমান জানান, অভিযোগ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে ভিকটিমকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
টিএইচ